শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়ের আয়োজন বন্ধে কেন নিষেধাজ্ঞা নয় জানতে চায় আদালত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে একটি বাল্যবিয়ের আয়োজন বন্ধে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ফরিদপুরের চার নম্বর আমলি আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন। বিবাদীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে  আদালতে হাজির হয়ে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার এক গ্রামের দশম শ্রেণির ছাত্রীকে (১৬) গত শনিবার অপহরণ করে গড়িয়াদহ গ্রামের তপু মণ্ডল (২৬)-সহ সাতজন। মঙ্গলবার ওই কিশোরীর বাবা অপুর বাড়ি গিয়ে জানতে পারেন তপুর সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরীর বাবা বাল্যবিয়েতে তার ও তার স্ত্রীর সম্মতি নেই জানালে তপুর বাবা ও কাকারা বলেন, ‘আপনাদের সম্মতির প্রয়োজন নেই।’ এ ব্যাপারে কিশোরীর বাবা গতকাল ফরিদপুর চার নম্বর আমলি আদালতে ‘নাবালিকা কন্যার বিয়ে যাতে সম্পন্ন করতে না পারে’ সে জন্য আদালতের নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।

সর্বশেষ খবর