শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গাছের সঙ্গে শত্রুতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক কৃষকের দুটি আম বাগানসহ বিভিন্ন গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেজিডাঙ্গা গ্রামের কৃষক হালিম মোল্যা বাড়ির পাশে বেশকিছু জমি লিজ নিয়ে দুটি আম বাগানসহ বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছ লাগায়। বুধবার রাতে দুর্বৃত্তরা বাগানের সব চারা গাছ কেটে ফেলে। আলফাডাঙ্গা থানার ওসি নাজমুল করিম বলেন, গাছ কাটার বিষয়টি স্থানীয়ভাবে জানতে পেরেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। —ফরিদপুর প্রতিনিধি

ধামরাইয়ে দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ

ঢাকার ধামরাইয়ে ঈদ উপলক্ষে উপজেলার ১০০ গরিব দুস্থ পরিবারের  মাঝে  নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে স্থানীয় এমপি এমএ মালেক তার বরাদ্দ থেকে এ টাকা বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঢাকা জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম, কৃৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এমপি সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

—ধামরাই প্রতিনিধি

প্রতিবন্ধীদের ঈদবস্ত্র

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার টেংলাবাড়ী (সাহেববাজার) এলাকায় বৃহস্পতিবার দুপুরে মজিদ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থ নারীদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হেলাল উদ্দিন, মঈনুল হাসান, আব্দুস সাত্তার, আবু নাছির, তাজুল ইসলাম, আব্দুল মজিদ, দেলোয়ার হোসেন, আলাল সরকার প্রমুখ । — কালিয়াকৈর প্রতিনিধি

এতিম শিশুদের পোশাক

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০ এতিম শিশুকে নতুন পোশাক দিয়েছে প্যারিস মোরেলগঞ্জ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। স্থানীয় কারিমিয়া মোহসিনিয়া কওমি মাদ্রাসা মিলনায়তনে গতকাল এ পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান। সভাপতিত্ব করেন সাংবাদিক মশিউর রহমান মাসুম। —মোরেলগঞ্জ প্রতিনিধি

দাউদকান্দি পৌরসভার বাজেট

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বুধবার সন্ধ্যায় পেশ করা হয়। পৌরমেয়র নাঈম ইউসুফ সেইন ৪০ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭৩ টাকার এই বাজেট ঘোষণা করেন। পৌরসচিব মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ রকিব উদ্দিন, পৌর ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ইঞ্জিনিয়ার আহাদ সরকার।

—দাউদকান্দি প্রতিনিধি

মতবিনিময়

বেনাপোল বন্দর এলাকায় যানজট ও পণ্যজট নিরসনে বৃহস্পতিবার বিকালে বেনাপোল বিজিবি ক্যাম্প মিলনায়তনে বিজিবি, কাস্টমস, বন্দর, পুলিশ, সাংবাদিক, ট্রান্সপোর্ট ও উপজেলা প্রশাসনেরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হকের সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান। বক্তব্য রাখেন, আমীমুল ইহসান খান, মারুফুল ইসলাম, মেজর নজরুল ইসলাম, আমিনুল হক, অপূর্ব হাসান, মফিজুর রহমান সজন, মহসিন মিলন, বকুল মাহবুব, আতিকুজ্জামান সনি, রাশেদুল ইসলাম রাসু, মনিরুল ইসলাম মনি।

—বেনাপোল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর