মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

২০ ঘণ্টায় ১৬ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

২০ ঘণ্টায় ১৬ প্রাণহানি

নয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জে চার, বগুড়ায় তিন, মাদারীপুর, হবিগঞ্জ দুজন করে এবং রাজশাহী, লালমনিরহাট, গাইবান্ধা, টাঙ্গাইল ও ঝিনাইদহে মারা গেছেন একজন করে। রবিবার রাত ৯টা থেকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— গোপালগঞ্জ : মুকসুদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ যাত্রী। ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বিআরটিসি বাসের চালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২) ও ভোলার মুন্নি আক্তার (১৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বগুড়া : বগুড়ায় দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় বগুড়াগামী এবং বগুড়া থেকে ঢাকাগামী দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। বরিশাল : বরিশাল-ঢাকা রুটের রাজৈর এলাকায় দুটি বাসের সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে দুজন মেডিকেলে নেওয়ার পথে মারা গেছেন। গতকাল বিকালে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— আবদুল আজিজ (৭০) এ করিম সরদার (২৫)। আজিজের বাড়ি বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায়। করিমের বাড়ির ঠিকানা জানা যায়নি। হবিগঞ্জ : বানিয়াচং উপজেলায় জীপ (চান্দের গাড়ি) খাদে পড়ে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল বিকাল হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। রাজশাহী : দুর্গাপুর উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আবদুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার গোপালপুর গ্রামে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মান্নান বাগমারা উপজেলার দৌলতপুর গ্রামের সুমন আলীর ছেলে। লালমনিরহাট : সদর উপজেলার মোস্তাফি বাজার সংলগ্ন এলাকায় রবিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মহিবুল ইসলাম মোহন (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি শহরের টিএ্যান্ডটি পাড়ার আবদুস সালাম বাদশার ছেলে এবং লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দুর্ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। গাইবান্ধা : সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাটে বুড়িরঘর নামক স্থানে গতকাল বাসচাপায় বিকাশ চন্দ্র (৫০) নামে এক মোটরসাইকেল চালকের প্রাণহানি ঘটেছে। তিনি উপজেলার আমলাগাছি গ্রামের বাসিন্দা এবং গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঝিনাইদহ : সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় গতকাল বিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরু রানী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছেন। গুরু রানী উপজেলার বাদপুকুরিয়ার অতুল কুমারের স্ত্রী। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইমান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার গোডাউন এলাকায় রাস্তা পার হওয়ার সময় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। ইমান আলীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাজঘাট গ্রামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর