মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

বগুড়া দিনাজপুরে মেয়েদের পছন্দ ‘বাহুবলি-২’

জমে উঠেছে ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক বগুড়া ও দিনাজপুর প্রতিনিধি

বাহুবলী, কাটাপ্পা আর সুলতানে মজেছে বগুড়ার তরুণ-তরুণীর। বগুড়ায় ঈদের এবার প্রধান আকর্ষণ ভারতীয় সিনেমার নামে বাহারী রঙের এ পোশাক। ঈদ কাছে চলে আসায় সব শ্রেণি পেশার মানুষ ছুটছেন শহরে তাদের পছন্দের কেনাকাটা করতে। শহরের অভিজাত বিপণী বিতানসহ বিভিন্ন মার্কেটে মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা। ইন্ডিয়ান সিনেমার একটি চরিত্র নাম কাটাপ্পা অনুসারে পাঞ্জাবির নাম দেওয়া হয়েছে কাটাপ্পা। এ পাঞ্জাবির দাম দেড় থেকে তিন হাজার টাকা। ইন্ডিয়ান আরেক সিনেমা সুলতানের নাম অনুসারে বিক্রি হচ্ছে পাঞ্জাবি। মেয়েদের জন্য শহরের বিভিন্ন বিপণী বিতানে বাহুবলী-২ নামের এক ধরনের থ্রি পিচ বিক্রি হচ্ছে দাম রাখা হয়েছে দুই হাজার থেকে সাত হাজার টাকা। এদিকে  দিনাজপুরে ১৫ রোজার পর থেকে ঈদের পোশাক কিনতে শুরু করেছেন ক্রেতারা। ঈদ যত ঘনিয়ে আসছে বাজার ততই জমে উঠছে। এবারও মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতের বিভিন্ন টিভি সিরিয়াল ও সিনেমা নায়িকাদের নামানুসারের পোশাকগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা কিরণমালা, বাহুবলি-টু ড্রেসের। শিশু থেকে তরুণী সবার এসব পোশাকের প্রতি বেশি ঝোঁক দেখা যাচ্ছে। নেত্রকোনায় কম দরের দোকানে ভিড় : নেত্রকোনা প্রতিনিধি জানান, শহরের বড় বড় শপিংমলগুলোতে মানুষের সমাগম কিছুটা কম থাকলেও কম দামের দোকানে উপচেপড়া ভিড়। ক্রেতারা বলছেন এসব দোকানের দর সন্তোষজনক। অকালে হাওর ডুবে ফসলহানির কিছুটা প্রভাব পড়েছে ঈদ বাজারে।

সর্বশেষ খবর