মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস বন্ধ, ঈদযাত্রীদের দুর্ভোগ

দুই মালিক সমিতির দ্বন্দ্ব

মেহেরপুর প্রতিনিধি

দুই মালিক সমিতির দ্বন্দ্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চার দিন ধরে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ঈদ সামনে রেখে বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, দুই মালিক সমিতির দ্বন্দ্বে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত বিষয়টি সুরাহা করতে প্রশাসন ও মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান তারা। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, ‘পুনরায় বাস চলাচলে উদ্যোগ নেওয়া হচ্ছে।’ মেহেরপুর জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসূল জানান, কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মুজিবনগর ভায়া রাজশাহী রুটে একটি বাস চলাচলের অনুমতি চাওয়া হয়েছে। মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলামের অনুপস্থিতি ও সামনে ঈদ হওয়ায় বিষয়টি সুরাহার জন্য ঈদের পর বৈঠকের সিদ্ধান্ত নেন কুষ্টিয়ার নেতারা। তারা কোনো কথায় কর্ণপাত না করে হুট করে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস বন্ধ করে দেন। কুষ্টিয়া শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহবুবুল আলম বলেন, মুজিবনগর ভায়া রাজশাহী রুটে একটি বাস চলাচলের অনুমতি চাইলে মেহেরপুর মালিক সমিতি কয়েক মাস ধরে টালবাহানা করছে। এ নিয়ে কুষ্টিয়া-মেহেরপুর মালিক ও শ্রমিক সমিতির মধ্যে চিঠি চালাচালি হলেও কাজ হয়নি। হঠাৎ করে গত বৃহস্পতিবার রাতে মেহেরপুরে থাকা কুষ্টিয়ার সব বাস ফেরত পাঠায়। এ ঘটনার পর থেকে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, ঈদ সামনে রেখে যাত্রী দুর্ভোগের কথা ভেবে বাস চলাচলের আহ্বান জানানো হলে তাতে সারা দেয়নি মেহেরপুর মালিক সমিতি। মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, সরাসরি বাস চলাচল বা বন্ধ করার বিষয়টি দুই মালিক সমিতির। এতে শ্রমিকদের কিছু করার নেই।

সর্বশেষ খবর