মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে ১৫ গ্রাম প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল দিনভর টানা বৃষ্টির ফলে চেঙ্গি ও মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। খাগড়াছড়ি পৌর শহরের সবচিজ বাজার, গরু বাজার এখন পানির নিচে। গঞ্জপাড়া এলাকার সঙ্গে যোগাযোগের সড়কটি পানিতে ডুবে যাওয়ায় ওই এলাকা ও জেলা সদরের যোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়াও পৌর শহরের শান্তিনগর, ফুটবিল, পুরাতন জিপ স্টেশন এলাকা, রুখই চৌধুরীপাড়া, শব্দ মিয়াপাড়া, গঞ্জপাড়া, উত্তর গঞ্জপাড়া, মুসলিমপাড়া, গোলবাড়ি, বটতলীসহ আরও কয়েকটি গ্রাম এখন পানির নিচে। এ ছাড়া দীঘিনালা উপজেলায় মাঈনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারি বর্ষণে বিভিন্ন সড়কে পাহাড় ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ খবর