মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

যুবলীগ কর্মী শাহিনের লাশ নিয়ে মিছিল

দোষীদের শাস্তি দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত যুবলীগ কর্মী শাহাবুদ্দিন আহমেদ শাহিনের লাশ নিয়ে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। ময়নাতদন্ত শেষে গতকাল মরদেহ আমলা বাজারে নেওয়া হয়। সেখানে আগে থেকে জড়ো হওয়া নেতা-কর্মীরা এ সময় লাশ নিয়ে মিছিল করেন। স্থানীয় নেতা-কর্মীরা দ্রুত ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। শাহিন হত্যার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায়, তারা এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছেন। তবে কেউ এজাহার না দেওয়ায় এ ঘটনায় এখনো মামলা হয়নি। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

উল্লেখ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ও আমলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল মালিথার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে যুবলীগ কর্মী শাহাবুদ্দিন আহমেদ শাহিন নিহত ও ছয়জন আহত হন।

সর্বশেষ খবর