শিরোনাম
মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

ভূমিধসে রক্ষা পায়নি হাতিটিও

কক্সবাজার প্রতিনিধি

ভূমিধসে রক্ষা পায়নি হাতিটিও

পাহাড়ধসে কক্সবাজারে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে কক্সবাজার শহরতলির কলাতলি দরিয়ানগরের পাহাড়ে ঘটেছে এ ঘটনা। জেলা ভেটেরিনারি বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দিয়েছেন। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মো. আলী কবির জানান, হাতিটি ১২০ ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ে মারা গেছে। খাবারের সন্ধানে পাহাড়ের ওপর অবস্থান করছিল। এই বন কর্মকর্তারা বলেন, কলাতলি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন পাহাড়গুলোতে এখন আর তেমন গাছগাছালি নেই।

আলী কবিরের মতে, বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে। এ কারণে হাতিটি পাহাড়ের কিনারায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাটিধসে ১২০ ফুট নিচে পড়ে যায়।

সর্বশেষ খবর