শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

দেয়াল চাপায় স্কুল ছাত্র নিহত

গাজীপুরের শ্রীপুরে দেয়াল চাপায় নাফিজ ইসলাম সোহান (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত সোহান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিরই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে চন্নপাড়া সামা মডেল স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র ছিল। শুক্রবার বিকাল ৫ টায় শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। —শ্রীপুর প্রতিনিধি

মাদারগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগিনার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুর চর গ্রামে শুক্রবার দুপুর দুইটায় বাড়ির অদুরে একটি ইট ভাটার ডুবায় পড়ে মামা-ভাগিনার মৃত্যু হয়েছে। তারা হলেন মুগল মন্ডলের ছেলে আবু সাঈদ (৫) ও সিফাত (৬)। স্বজনরা লাশ উদ্ধার করে জানাযা শেষে নিজ নিজ কবরস্থানে দাফন করা হয়। —মাদারগঞ্জ প্রতিনিধি

কালিয়াকৈরে প্রতিমা ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈরে সার্বজনীন পূজা মণ্ডপের জন্য তৈরি করা সারদীয়া দুর্গা পূজার ৮টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালিব জানান, প্রতিমা শিল্পী শান্তি গোপাল পাল ওই স্থানে প্রতিমা তৈরি করে তা বিভিন্ন মন্দিরে সরবরাহ (বিক্রি) করে থাকে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই। তদন্ত চলছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

—গাজীপুর প্রতিনিধি

ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর মো. মোস্তাকিম (৭) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোস্তাকিম বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপির মাটিয়াকুড়া আশ্রায়ণের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। গতকাল সকাল ৮টায় মাটিয়াকুড়া আশ্রায়ণ পুকুর হতে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে মাটিয়াকুড়া আশ্রায়ণ পুকুরে গোসল করতে যায় মোস্তাকিম। এরপর থেকে পরিবারের লোকজন তাকে খুঁজে পায়নি। পরে গতকাল সকাল ৮টার দিকে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পরিবারের লোকজনকে সংবাদ দেয়।

—দিনাজপুর প্রতিনিধি

ট্রেনে কাটা পড়লেন তরুণী

রাজবাড়ীর কালুখালী রেল স্টেশনের আপ আউটার সিগন্যাল এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে সাধনা বিশ্বাস (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাধনা উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপপুর গ্রামের হরিনন্দ বিশ্বাসের মেয়ে। রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. হারুন মজুমদার বলেন, সাধনা বিশ্বাস মৃগী রোগী ছিলেন। দুপুরে তিনি কালুখালী রেলস্টেশনের আপ আউটার সিগন্যালের নিচে রেললাইনের মধ্যে মৃগী রোগে আক্রান্ত হন। এ সময় রাজশাহী থেকে গোয়ালন্দঘাটগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘনাস্থলেই তিনি মারা যান। —প্রতিদিন ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর