লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামে এক পরিবারের ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন, আছমা আক্তার (১৬), নাজমা আক্তার (২৩), রিয়াদ (১৪), মনোয়ারা বেগম (৭০), হালিমা বেগম (৪২), রিফাত (০৮) ও তানিয়া বেগম (৩৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আছমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হারুনুর রশিদ গাজী বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর আবাবিল গ্রামের হারুনুর রশিদ গাজীর সঙ্গে একই এলাকার নুরুল আমিন ওরফে ননু বেপারিদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। ঘটনার দিন শনিবার বিকালে বাচ্চাদের সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ হলে স্থানীয় গণ্যমান্য লোকজন তাত্ক্ষণিক তা মিটিয়ে দেন। সন্ধ্যার পর নুরুল আমিন ওরফে ননু বেপারির নেতৃত্বে ১০-১৫ জন লোক একত্রিত হয়ে হারুনুর রশিদ গাজীর ঘরে অতর্কিত আক্রমণ চালায়। ঘরের লোকজন বাধা দিতে গেলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে, পিটিয়ে ৭ জনকে জখম করে। মামলার বাদী হারুনুর রশিদ গাজী বলেন, হামলায় আমার মা, মেয়ে, ছেলে এবং স্ত্রীকে মারাত্মক আহত হয় এবং নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকাসহ কয়েক ভরি স্বর্ণ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।