গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা কন্যা ময়না বেগমের হত্যা মামলা টুঙ্গিপাড়া থানা পুলিশ গ্রহণ না করায় আদালতে মামলা করেছে নিহতের ভাই রমজান মিয়া। গতকাল রবিবার রমজান মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটজনকে আসামি করে মোঃ দঃ বিঃ ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুক্তা রানী টুঙ্গিপাড়া থানাকে মামলাটি এফ আই আর হিসেবে গণ্য করে সাত কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দিয়েছেন। মামলার সূত্রে জানা গেছে মুক্তিযোদ্ধা চাঁন মিয়া জীবদ্দশায় টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার আব্দুল আলী শেখের ছেলে বসার শেখের সঙ্গে কন্যা ময়না বেগমের বিয়ে দেন। স্বামী বসার শেখ বহু বিবাহে আসক্ত ছিল। স্বামীর বহু বিবাহে বাধা দেওয়ায় ময়নাকে মারপিট করে এবং বিদ্যুতের তারে শক দিয়ে হত্যা করা হয়েছে।