সাভারের আশুলিয়ায় গতকাল অভিনেতা এ আর মন্টুর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। রবিবার দুপুরে ডিইপিজেড পশ্চিম জোনের গেটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মন্টুসহ দুজন আহত হয়েছেন। মন্টুর ব্যবহৃত পাজেরো জিপ গাড়িটি (ঢাকা মেট্রো- ঘ-১১-৮৫৮৭) ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে অভিনেতা এ আর মন্টু জানান— তিনি ডিইপিজেড পশ্চিম জোনের হোপলুন পোশাক কারখানার চুক্তিবদ্ধ ঝুট ব্যবসায়ী। রবিবার দুপুরে ওই কারখানা থেকে ঝুটভর্তি ট্রাক বের হওয়ার কথা ছিল। এ সময় মন্টু তার ব্যক্তিগত পাজেরো জিপ গাড়িটি নিয়ে গেটের সামনে গেলে ফারুক খানের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং তার গাড়ি ভাঙচুর করে। ডিইপিজেড গেটে দায়িত্বরত আনসারদের সহযোগিতায় মন্টু প্রাণে বেঁচে গেলেও তার দু’হাত সন্ত্রাসীদের লাঠির আঘাতে জখম হয়। মন্টুর দাবি— তার গাড়িতে থাকা পাঁচ লাখ টাকা সন্ত্রাসীরা ছিনতাই করেছে। বাধা দিলে তাবে মারধর করা হয়। ডিইপিজেডের জেনারেল ম্যানেজার তানভীর আহমেদ বলেন, এ আর মন্টুর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও তাকে জখম করা হয়েছে। তবে কারা এ হামলা করেছে সে ব্যাপারে তিনি জানেন না।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল বলেন, ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।