বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া আত্মহত্যার শামিল। আত্মহত্যা যারা করে জনগণ তাদের দিকে তাকায় না। তাই সরকারের অধীনে নির্বাচন নয়। আর কারো শলাপরামর্শে নির্বাচনে যাওয়া ঠিক হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।
রবিবার সন্ধ্যায় নরসিংদীতে জেলা বিএনপির উদ্যোগে চিনিশপুর বিএনপির কার্যালয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মরহুম সেলিম মিয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক মহিলা এমপি রোকেয়া আহাম্মেদ লাকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, মনোহররদী উপজেলা বিএনপির আহবায়ক লে. কর্নেল জয়নুল আবেদীন, সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, হারুন আর রশিদ, গোলাম কবির কামাল, যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদুৎসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। খায়রুল কবির খোকন বলেন, সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়। তাইতো বিএনপির সব সাংগঠনিক কর্মকাণ্ডে পুলিশ ও প্রশাসন লেলিয়ে দিয়ে সভা সেমিনার পণ্ড করতে ব্যস্ত থাকে।