বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কার্যালয় দখলে রাখতে পাল্টাপাল্টি প্রস্তুতি

টাঙ্গাইল প্রতিনিধি

কার্যালয় দখলে রাখতে পাল্টাপাল্টি প্রস্তুতি

সারা দেশে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানের ফরম বিক্রি শুরু হলেও টাঙ্গাইলে বিএনপি অফিসে তালা দেওয়া এবং দখলে রাখা নিয়ে পাল্টাপাল্টি প্রস্তুতি চলছে। বিএনপির বিদ্রোহী গ্রুপ জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলানোর পূর্ব প্রস্তুতি নিয়ে গতকাল বিএনপির বিদ্রোহী গ্রুপ পৌরউদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভিক্টোরিয়া রোডে বিএনপি কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। অপরদিকে জেলা বিএনপির নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বিদ্রোহী গ্রুপকে প্রতিহত করার জন্য তিন শতাধিক কর্মী নিয়ে কার্যালয়ের সামনে পজিশন নেয়। বিদ্রোহী গ্রুপটি বিক্ষোভ মিছিলটি শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসলে নবগঠিত কমিটির নেতা-কর্মীদের সঙ্গে মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ বিদ্রোহী গ্রুপকে বাধা দিলে তারা স্থান ত্যাগ করে মিছিলটি অন্য দিকে নিয়ে যায়। গতকাল দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের উপর হামলার প্রতিবাদ এবং জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিদ্রোহী গ্রুপ। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির কমিটি থেকে পদত্যাগকারী সহ-সভাপতি আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম সম্পাদক আহমেদুল হক শাতিল ও সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী। উল্লেখ্য, ২৪ মে কৃষিবিদ শামসুল আলম তোফাকে সভাপতি ও অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা বিএনপির কমিটি অনুমোদন করেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আওয়ামী লীগ ও প্রশাসনের সঙ্গে একাট্টা হয়ে বিএনপির কিছু লোক বিএনপির ক্ষতি করার চেষ্টা করছে।

সর্বশেষ খবর