বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লংগদুতে নিরীহ বাঙালিদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার দাবি

রাঙামাটি প্রতিনিধি

লংগদুতে নিরীহ বাঙালিদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকালের মাববন্ধনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সভাপতি আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ ফরাজি সাকিবসহ অন্যান্য নেতা। বক্তারা বলেন, একটি মহল পার্বত্যাঞ্চলকে অশান্ত করার জন্য সম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। তাদের কারণে পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ আজ নিরাপত্তাহীন। শান্তিতে নেই পাহাড়ের সাধারণ ক্ষুদ্র        নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালিরা। সম্প্রতি লংগদু উপজেলার যুবলীগ নেতা নয়ন হত্যার পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘরে আগুন দিয়ে স্থানীয় মানুষের মধ্যে সম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হয়েছে। এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এসব ঘটনার মূল হুতা হচ্ছে তারা যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জিম্মি করে ত্রাণ নিতে দিচ্ছে না। অন্যদিকে নিরীহ বাঙালিদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে গণগ্রেফতার করা হচ্ছে। এ গ্রেফতারের ভয়ে যারা লংগদু থেকে রাঙামাটি শহরে আশ্রয় নিয়েছিলেন তাদের পাহাড়ধসে প্রাণ হারাতে হয়েছে। অবিলম্বে সরকার ও প্রশাসনের প্রতি পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগের কথা চিন্তা করে লংগদু উপজেলার সাধারণ মানুষের গণগ্রেফতার বন্ধের দাবি জানান সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর