রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চাঁপাইয়ে সুদ পরিশোধে ব্যর্থ হওয়ায় গৃহবধূ হত্যা

নরসিংদীতে দিন দুপুরে নারী খুন

প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নরসিংদীতে দিন-দুপুরে গলা কেটে হত্যা করা হয়েছে এক নারীকে। এছাড়া রাজশাহী ও জামালপুরে খুন হয়েছেন আরও দুজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুদের টাকা পরিশোধ করতে না পারায় শুকতারা (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল শিবগঞ্জ উপজেলার রানীনগরে। শুকতারা ওই গ্রামের দুরুলের স্ত্রী। এলাকাবাসী জানান, দেড় বছর আগে শুকতারার স্বামী একই গ্রামের তাজেলের কাছ থেকে সুদে ১০ হাজার টাকা ঋণ নেয়। আসল টাকা পরিশোধ করলেও পর্যায়ক্রমে সুদ বেড়ে ২৫ হাজার টাকা হয়। এ নিয়ে প্রায়ই দুরুল-তাজুলের কথা কাটাকাটি হতো। শনিবার সকালে তাজেল কয়েকজন লোক নিয়ে দুরুলের বাড়ি এসে সুদের টাকার জন্য চাপ দেয়। একপর্যায়ে দুরুলের ওপর হামলা করলে সে প্রাণভয়ে পালিয়ে যায়। এ সময় শুকতারাকে তারা এলোপাতাড়ি পেটালে তিনি ঘটনাস্থলেই মারা যান। নরসিংদী : দিনদুপুরে দীপ্তি নামে এক মহিলাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নরসিংদী পৌর শহরের মধ্যকান্দা পাড়ায় গতকাল দুপুরে এ হত্যার ঘটনা ঘটে। ডাকাতির উদ্দেশ্যে এসে দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে ধারণা স্বজনদের। তবে পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যা। নিহত দীপ্তি (৪৫) মাধবদী সেকেরচরের বাবুরহাটের কাপর ব্যবসায়ী প্রদীপ সাহার স্ত্রী। রাজশাহী : গোদাগাড়ী উপজেলায় এলিনা বেগম (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জামালপুর : দেওয়ানগঞ্জ উপজেলায় চালককে গুলি করে হত্যার পর মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর