রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘বঙ্গবন্ধুর আদশ ঘরে ঘরে পৌছে দিতে হবে’

নরসিংদী প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতীক)  বলেন, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মুক্তিযুদ্ধের এই মহানায়কের বীজ বপন করতে হবে নতুন প্রজন্মের নেতাকর্মীদের মধ্যে। তাই বঙ্গবন্ধুকে জানতে হবে। নতুন নেতৃত্ব ও  সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এর  কোনো বিকল্প নেই। শুক্রবার গোপলাগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র কবর জিয়ারতকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের  নেতা-কর্মীদের মিলনমেলায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময়  তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাড. রিয়াজুল কবির কাওছার, নরসিংদী-৪ আসনের এমপি অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. মোল্লা আবু কাওছার, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, সাবেক এমপি জাহিরুল হক মোহন ও ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, কৃষি ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ভূইয়া, ব্যারিস্টার তৌফিক এলাহী, নরসিংদী পৌরমেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরমেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সব নেতা-কর্মী। এর পর একে একে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতা-কর্মীরা  শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ খবর