রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

আড়াইহাজারে বিদ্যুৎ পেল ২০০ পরিবার

আড়াইহাজারের দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ পেল দুই শতাধিক পরিবার। স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু গতকাল নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে জনসভায় কালাপাহাড়িয়া ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলী হোসেন, আবু সাঈদ, এমদাদুল হক, আ. আউয়াল তালুকদার প্রমুখ। —আড়াইহাজার প্রতিনিধি

বাদীকে মারধর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করায় স্কুলছাত্রীর বাবাকে মারধর করে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছে আসামিরা। শনিবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় আহত ওই ছাত্রীর বাবাকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

—লালমনিরহাট প্রতিনিধি

অধ্যক্ষের কক্ষে তালা

মাগুরা আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রায় এক কোটি টাকার অত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষের কক্ষে গতকাল দুপুরে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্ররা। এর আগে তারা অধ্যক্ষের অফিস কক্ষের জানালার কাচ ভাঙচুরসহ তার অপসারণ দাবিতে মিছিল বের করেন। —মাগুরা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তামান্না খাতুন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।  নিহত তামান্না কলারোয়া উপজেলা নির্বাহী অফিসের নৈশপ্রহরী শাহ আমানতের মেয়ে। —সাতক্ষীরা প্রতিনিধি

আসামি গ্রেফতার

ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকে দিনদুপুরে গুলি করে হত্যার প্রধান আসামি শরিফুলকে গ্রেফতার করেছে পুলিশ। ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার ওসি (তদন্ত) শামীম হাসান জানান, গত ২৯ মার্চ বিকালে ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় গুলি করে আওয়ামী লীগ রহিমকে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই আশুলিয়া থানায় মামলা করেন।

—সাভার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর