রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

খুলনা রাজশাহী বাগেরহাটে আরও চার প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া খুলনা বাগেরহাট ও রাজশাহীতে গতকাল সড়কে প্রাণ গেছে কলেজছাত্রসহ চারজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—  ফরিদপুর : মধুখালী উপজেলার কাজী রাস্তা নামক স্থানে বাস-মাইক্রো সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকের এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান চারজন। হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন। নিহতরা হলেন— মাইক্রোবাসচালক আনিসুর রহমান (৩৫), তার ভাগনে জাহিদ হাসান (১৮), খায়রুন নেছা (৩৮), খায়রুন নেছার বাবা আবদুল করিম (৫৪), নাজমুল হোসেন (২৫), নাজমুলের স্ত্রী আফিফা রহমান (২০)। নিহত সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। দুর্ঘটনায় আহত আবুল খায়ের জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে ওমান ফেরত খায়রুন নেছাকে নিয়ে তারা সাতক্ষীরা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। মাইক্রোচালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানান তিনি। শ্যামলী পরিবহনের কয়েকজন যাত্রী জানান, মাইক্রোবাসটি হঠাৎ বাসের সামনে এসে পড়ে। বাসচালক হর্ন দিলেও মাইক্রোবাসের চালক হয়তো ঘুমিয়ে পড়ার কারণে শুনতে পাননি। বাসের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খুলনা : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবন্দ নামক স্থানে গতকাল বাস-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— খুলনার হরিনটানা এলাকার শহীদ শেখ আবুল কাশেম কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র অমিত সরকার (১৮) ও ইজিবাইক চালক রবিউল ইসলাম (২৫)। বাগেরহাট : মোল্লাহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে স্টুডিওতে ঢুকে যায়। এ সময় ট্রাকচাপায় মারা যান সেখানে ঘুমিয়ে থাকা স্টুডিওমালিক মিশকাত মুন্সি (২৫)। মিশকাত মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামের হেকমত আলীর ছেলে। রাজশাহী : বাগমারায় গতকাল সন্ধ্যায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। এ সময় বাসের নিচে চাপা পড়ে জহুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ যাত্রী।

সর্বশেষ খবর