রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জমি নিয়ে বিরোধে আড়াই বছরে তিন ভাই খুন

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে গত আড়াই বছরে আপন তিন ভাই খুন হয়েছেন। গতকাল ভোরে সবশেষ প্রাণহানির ঘটনাটি ঘটে। এ দিন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিসমত মধ্যপুর গ্রামের আশরাব আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী রশিদ শেখ (৫২)।  গত ১৯ জুলাই রাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। রাতেই বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন স্থানান্তর করা হয় খুলনা মেডিকেলে। এর আগে গত ৬ মে সকালে নিজ বাড়িতে খুন হন রশিদ শেখের ছোট ভাই ছরোয়ার শেখ (৪৫)। প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের লোকজন তার গলায় সড়কি বসিয়ে দিলে তিনি মারা যান। রশিদ শেখ এ হত্যা মামলার বাদী ছিলেন।

এ ছাড়া ২০১৫ সালের ২৫ মার্চ জমি দখলকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন রশিদের বড় ভাই আনোয়ার শেখ (৫৫) ও ভাগনে ওমর আলী। এই জোড়া হত্যা মামলারও বাদী ছিলেন রশিদ। স্থানীয়রা জানান, ওই হত্যা মামলাগুলোকে পুঁজি করে অনেককে হয়রানি ও চাঁদাবাজি করেন রশিদ। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেন। এর প্রতিশোধ হিসেবেই হয়তো রশিদকে কুপিয়ে জখম করা হয়েছিল। থানার ওসি রাশেদুল আলম বলেন, রশিদ শেখের হত্যাকারীদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর