রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বনকর্মীদের ওপর হামলা, আহত ৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের সদর উপজেলায় গতকাল সামাজিক বনায়নের সভায় বনকর্মীদের উপর হামলা করেছে স্থানীয়রা। আত্মরক্ষায় বনকর্মীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছেড়ে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বনপ্রহরী আনোয়ার হোসেন, শেখ শাহরিয়ার শান্ত, সুব্রত সরকার অপরপক্ষের আশিক মিয়াসহ তিনজন। বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গোমরা এলাকায় সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বনায়নের উপকারভোগী বাছাই সভা চলছিলো। এ সময় স্থানীয় আশিক মিয়ার নেতৃত্বে কিছু লোক বনকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার  একপর্যায়ে সংঘর্ষ বাধে।

আত্মরক্ষার্থে বনকর্মীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সংঘর্ষে তিন বনকর্মীসহ ৬ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আশিক মিয়ার ছেলে রুমেল মিয়া ও রুমানকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর