রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ধূমপানবিরোধী গণস্বাক্ষর

গাইবান্ধায় শহরের পৌরপার্কে গতকাল ধূমপানবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এন্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) জেলা শাখা এর আয়োজন করেন। কর্মসূচির উদ্বোধন করেন এসএম সাজিদ হাসান শান্ত। কর্মসূচিতে শিক্ষার্থীসহ ২০০ শতাধিক মানুষ ধূমপান না করার প্রত্যয় রেখে স্বাক্ষর করেন।

—গাইবান্ধা প্রতিনিধি

দম্পতি হত্যার বিচার দাবি

টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাশ ও তার স্ত্রী কল্পনা দাশের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার গালা ইউনিয়নে এই কর্মসূচিতে নিহতের স্বজন, এলাকাবাসীসহ শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ্য, ২৭ জুলাই টাঙ্গাইলের রসুরপুরে নিজ বাড়ির সেফটি ট্যাংক থেকে অনীল কুমার (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাসের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। —টাঙ্গাইল প্রতিনিধি

বর্ধিতসভা ডেকে মনোনয়ন চাইলেন মুশা

দীর্ঘ দিন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুই বারে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও একই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া নিজেকে আগামী নির্বাচনের দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করলেন। বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে শনিবার দিনব্যাপী আওয়ামী লীগের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাদের এক বর্ধিত সভায় এই ঘোষণা দেন তিনি। —ফরিদপুর প্রতিনিধি

নবীনবরণ

শনিবার বিকালে রূপগঞ্জের পার্শ্ববতী ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের ৮তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন ডেমরা ইউপি চেয়ারম্যান  জয়নাল আবেদীন রতন, আওয়ামী লীগ নেতা ভূইয়া মো. শরিফ, জাহাঙ্গীর আলম রুবেল প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

কালিয়াকৈরে বিএনপির সদস্য সংগ্রহ

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে বিএনপির অপর অংশের নতুন সদস্য সংগ্রহের কার্য়ক্রম শুরু করা হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চলনায় সদস্য সংগ্রহ কর্মসূচিতে উদ্বোধন করেন কেন্দ ীয় কমিটির সদস্য ও কালিয়াকৈর উপজেলার সভাপতি কাজী ছাইয়েদুল আলম বাবুল। বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মুরাদ বকসী, কাজী রবিন, শিপলু বকসী, রাসেল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন ও সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার দাবি জানান। —কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর