রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা দাবি

মৌলভীবাজার প্রতিনিধি

বেতন-ভাতা, পেনশনসহ সব সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে মৌলভীবাজারে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সিলেট বিভাগীয় সমাবেশ হয়েছে। সমাবেশে সিলেট বিভাগের ১৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

গতকাল দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সমাবেশ হয়। সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে ও রণধীর রায়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সৈয়দা সায়রা মহসীন এমপি। বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আবদুস শুকুর, জকিগঞ্জ পৌরসভার মেয়র খলিল উদ্দিন, কানাইঘাট পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাব্বির আহমদ চৌধুরী, মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন প্রমুখ। প্রধান বক্তা ছিলেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আলিম মোল্লা। বিশেষ বক্তা শহীদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন আবদুস সাত্তার, আজিজুল ইসলাম বাদল, মুজাহিদুল ইসলাম তুষার, বাবুল হোসেন, আবুল হোসাইন খান, মীর মোশাররফ হোসেন, যোগেশ্বর চ্যাটার্জি, নূরে আলম সিদ্দিকী। বক্তারা অবিলম্বে সিলেট বিভাগসহ দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা, পেনশনসহ সব সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের আহ্বান জানান।

সর্বশেষ খবর