বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রতিবন্ধী ছেলেকে শিকলে বেঁধে চিকিৎসার টাকা তুলছেন মা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রতিবন্ধী ছেলেকে শিকলে বেঁধে চিকিৎসার টাকা তুলছেন মা

শিকলে বাঁধা বুদ্ধি প্রতিবন্ধী সাইফুল

টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় নিজের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে শিকলে বেঁধে রেখেছেন মা। ছেলে সাইফুল ইসলামকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে চিকিৎসার টাকা যোগাড় করতে ঘুরে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি মা বাবলী বেগম। ঘটনাটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর কালাপুর গ্রামের। সরেজমিনে দেখা যায়, বাড়ির উঠানের সুপারি গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সাইফুলকে। মা ছেলের চিকিৎসার জন্য টাকা যোগাড় করতে ছুটে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি। এভাবে কতদিনে ছেলের চিকিৎসার টাকা জোগাড় হবে জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন। বাবলী বলেন, ‘সাত বছর আগে স্বামী মারা যাওয়ার পর সংসারের একমাত্র উপার্জনকারী ছিল ছেলে সাইফুল। সে রাজমিস্ত্রির যোগালী করে দৈনিক ১৫০ টাকা পেত। এই টাকা দিয়ে দুই মেয়েসহ চারজনের সংসার চালাতেন। এক মাস আগে হঠাৎ ছেলের মাথায় দোষ দেখা দেয়’। ইউপি সদস্য সাহিদা বেগম জানান, প্রাথমিক অবস্থায় সাইফুলের চিকিৎসা প্রয়োজন। ইউএনও মোবাশশেরুল ইসলাম বলেন, ‘আমরা উপজেলা পরিষদ থেকে তার চিকিৎসার জন্য সাহায্য করার চেষ্টা করবো’।

সর্বশেষ খবর