বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল তিনজনের

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আরও ৬

প্রতিদিন ডেস্ক

পাবনায় নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় প্রাণ গেল তিনজনের। ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ছয়জন। চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ফাঁড়িতে ঢুকে পড়ায় আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

পাবনা : পাবনায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের হারেজ মোল্লার ছেলে মিলন হোসেন (৩০), চিনাখরা গ্রামের শিপন শেখের মেয়ে রিয়া (২) ও চরদুলাই গ্রামের আশরাফ আলীর স্ত্রী নবীরন বেগম (৬০)। চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে ভটভটির ধাক্কায় মলি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মলি নাচোল উপজেলার খোলসী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। গতকাল দুপুরে খোলসী বাজার নামক স্থানে রাস্তা পারের সময় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর : জেলার আখের মাহমুদ বাজার এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি শ্রীবরদী উপজেলার চিথলিয়া গ্রামের আফছর আলীর ছেলে আলমাস (৩৫) বলে জানা গেছে। ফেনী : ফেনী শহরের কালিপাল এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকচাপায় কবির হোসেন (৩৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে। কবির এনজিও আশার কুঠির হাট ব্রাঞ্চের সিনিয়র লোন কর্মকর্তা ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি গ্রামে। নাটোর : সিংড়ায় ট্রাক ও পাওয়ার ট্রলির সংঘর্ষে ট্রলিচালক আরিফ (২৫) নিহত হয়েছেন। নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোলে গতকাল এ ঘটনা ঘটে। আরিফ আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামের উজির আলীর ছেলে। বগুড়া : বগুড়া-ঢাকা মহাসড়কের ধুনট মোড় এলাকায় গতকাল মিনি ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক  দৃষ্টিপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তিনি ধুনট মোড় এলাকায় দাঁড়িয়ে থেকে ভিক্ষা করছিলেন। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় ইয়াছিন (২২) নামে স্পিনিং মিলের শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। ইয়াছিন চাঁদপুরের মতলব থানার শহিদুল্লার ছেলে। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ফাঁড়িতে ঢুকে পড়ায় পুলিশ কনস্টেবল আশরাফ আহত হয়েছেন। তিনি ওই ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর