বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সনদ জালিয়াতি : অধ্যক্ষসহ তিন শিক্ষক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

সনদ জালিয়াতির অভিযোগে কমলনগরের  হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবসহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে দুদক। গতকাল দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা তাদের গ্রেফতার করে। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার অন্যরা হলেন সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম ও প্রভাষক আক্তার হোসেন। আবদুল মোতালেব জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) কমলনগর উপজেলা সভাপতি।

আমতলীতে প্রধান শিক্ষকসহ চারজন হাজতে : বরগুনা প্রতিনিধি জানান, আমলীতে চাকরির নামে ঘুষ কেলেঙ্কারি মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতিসহ চারজনকে হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন। আসামিরা হলেন— তালতলীর নাসির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু হানিফ, ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন, দাতা সদস্য আলী আকবর ও ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারী আবুল কালাম।

সর্বশেষ খবর