সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লা-নোয়াখালী সড়কের গলার কাঁটা বাগমারা বাজার

ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকে যানজট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী সড়কের গলার কাঁটা বাগমারা বাজার

বাগমারা বাজারে অসহনীয় যানজট —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে লালমাই উপজেলার বাগমারা বাজার। এখানে সড়কের ওপর মার্কেট, বিদ্যুতের খুঁটি স্থাপন, অটোরিকশা স্ট্যান্ড গড়ে তোলায় লেগেই থাকে যানজট। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার হতে হয় চালক-যাত্রীদের।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার হয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন রুটের যান চলাচল করে। বাজার এলাকায় এলে নিশ্চিত যানজটে পড়া নিয়ে আতঙ্কে থাকেন সবাই। এখানে ভোর রাতেও যানজট লাগে। বাজারের সড়কটি প্রশ্বস্ত করে যান চলাচলের উপযোগী করার দাবি সবার। বাসচালক মামুনুর রশিদ জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাগমারা বাজার। গভীর রাতেও এখানে যানজট হয়। শুক্রবার ও সোমবার হাটের দিন ঘণ্টার পর ঘণ্টা এখানে আটকে থাকতে হয়। স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, বাজারে সড়কের ওপর ভবন, বৈদ্যুতিক পিলার স্থাপন, অটোরিকশা স্ট্যান্ড গড়ে তোলায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বাজার এলাকার সড়ক খানাখন্দে ভরা। গাড়ি ধীর গতিতে চলার কারণেও অনেক সময় যানজট লেগে যায়। সড়ক ও জনপথ অধিদফতর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন জানান, বাগমারা বাজার এলাকায় রাস্তা সরু হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফোর লেনের মাধ্যমে রাস্তা চওড়া করা হবে। এ ছাড়া সড়ক সংস্কারেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর