সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে সারা দেশে গতকাল বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রলীগ। এ সময় বক্তারা বলেন জাতির জনকের হত্যাকারীদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা না হলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না। মৃত্যুদণ্ড পাওয়া পলাতক সাত আসামির মধ্যে আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা গেছেন। বাকি ছয়জন হলেন— আব্দুর রশিদ, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, মোসলেউদ্দিন, এমএ রাশেদ চৌধুরী ও আবদুল মাজেদ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

বগুড়া : শহরের সাতমাথা চত্বরে মানববন্ধন ও সমাবেশে নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অসীম কুমার রায়, আসলাম হোসেন, মোজাম্মেল হক বুলবুল প্রমুখ। তারা অবিলম্বে খুনিদের দেশে এনে রায় কার্যকরের দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়া : কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন মনির হোসেন, আফজাল হোসেন রিমন, ইব্রাহিম প্রমুখ। মানববন্ধনে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন। গাইবান্ধা : শহরের ডিবি রোডে মানববন্ধনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাড়াও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তৃতা করেন আব্দুল লতিফ আকন্দ, রাহাত মাহমুদ রনি, শাহরিয়ার আহমেদ শাকিল। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর না হলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না। লালমনিরহাট : শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন গোলাম মোস্তফা স্বপন, জাবেদ হোসেন বক্কর, মশিউর রহমান মামুন। জেলা শহরের মিশন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পঞ্চগড় : শহরের শের-ই-বাংলা পার্ক মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন আব্বাস আলী, এটিএম সারোয়ার, আনোয়ার প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নীলফামারী : শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাড়াও আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ অংশ নেয়। মানববন্ধন চলাকালে মনিরুল হাসান শাহ্ আপেলের সভাপতিত্বে সমাবেশে মমতাজুল হক, আবুজার রহমান, অক্ষয় কুমার রায় বক্তৃতা করেন। গোপালগঞ্জ : স্থানীয় প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা ছাত্রলীগ মানববন্ধন আয়োজন করে। এ সময় আব্দুল হামিদ, শরিফুল হক সিকদার, রনি হোসেন কালু প্রমুখ বক্তৃতা করেন। ফেনী : শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর মোড়ে মানববন্ধন শেষে মিছিল নিয়ে ছাত্রলীগ নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মিছিলে ফিরোজ আলম ও জাবেদ হায়দার জর্জের নেতৃতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। ফরিদপুর : সালথা উপজেলা ছাত্রলীগ মানববন্ধন শেষে সমাবেশ করে। রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দেবাশীষ মজুমদার নয়ন, রুবেল হাসান, অনুপম ভূইয়া। বাগেরহাট : জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। বক্তৃতা করেন মনির হোসেন, সরদার নাহিয়ান আল সুলতান ওশান, ইমরুল কায়েস প্রমুখ।

সর্বশেষ খবর