সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণ

আদালতে দোষ স্বীকার চালক হেলপারের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

গাজীপুর থেকে নারায়ণগঞ্জ আসার পথে চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার চালক ও হেলপার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। চার দিনের রিমান্ড শেষে গতকাল পুলিশ তাদের আদালতে পাঠালে সেখানে তারা দোষ স্বীকার করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান চালক মেহেদী হাসানের জবানবন্দী গ্রহণ করেন। একই সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব উজ্জামান গ্রহণ করেন হেলপার সোহান ওরফে তুহিনের জবানবন্দী। পরে দুই আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার পুলিশ অভিযুক্ত ট্রাকচালক মেহেদী হাসানকে গ্রেফতার করে। তাকে সঙ্গে নিয়ে পর দিন ঢাকার সাভার ফুলবাড়িয়া কাওয়ালীপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় হেলপার তুহিনকে। উল্লেখ্য, গাজীপুরের মাস্টারবাড়ি থেকে গত ১ আগস্ট একটি ট্রাক সিদ্ধিরগঞ্জ যাচ্ছিল। পথে গাজীপুর চৌরাস্তা থেকে এক কিশোরীকে জোর করে ট্রাকে তুলে হত্যাসহ নানা ভয় দেখিয়ে চালক ও হেলপার ধর্ষণ করে। ট্রাকটি সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এসে একটি পাম্প থেকে তেল নেয়। পরে কিছুদূর গিয়ে আবারও তারা মেয়েটিকে ধর্ষণ করে। পরবর্তীতে ভোর রাতে সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় মাল ডেলিভারি দিতে যায়। সেখানে মুসল্লিরা কিশোরীর কান্না শুনে তাকে উদ্ধার করে।

সর্বশেষ খবর