বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

তবুও তিনি আসামি!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে বাদী চেনেনই না— তবু সালাউদ্দিন নামে এক যুবককে মামলার দুই নম্বর আসামি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। বাদী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে গতকাল বাদী দেবিদ্বার উপজেলার কুরচাপ গ্রামের মাজেদা বেগম জানান, চাচাতো দেবর জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়। এ ঘটনায় ২৬ আগস্ট তারা মাজেদা, তার স্বামী, ছেলে ও মেয়ের ওপর হামলা করে। হামলায় জাহাঙ্গীরের স্ত্রী, তিন শ্যালক ও মেয়েজামাই জড়িত ছিলেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়। কিন্তু এখন মামলায় প্রকৃত দোষীদের কথা উল্লেখ নেই। ১ নম্বর আসামি বাছন মিয়া ছাড়া অন্যদের তিনি চেনেন না। মামলায় পরবর্তীতে এসব নাম কীভাবে এলো তিনি জানেন না। গ্রেফতার হওয়া ২ নম্বর আসামি সালাউদ্দিনকে তিনি চেনেন না, তাকে তিনি দেখেননি। সালাউদ্দিনের চাচাতো ভাই শাহপরান বাবু বলেন, এখানে রাজনৈতিক গ্রুপিং রয়েছে। সালাউদ্দিন একটি গ্রুপের সঙ্গে মেলামেশা করায় অন্য গ্রুপ তাকে মামলা দিয়ে হয়রানি করছে। তার বাবা নেই, মা অসুস্থ। একমাত্র ছেলে জেলে তা তার মাকে এখনো জানানো হয়নি। তিনি নিরপরাধ সালাউদ্দিনের মুক্তি দাবি করেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ জানান, মামলার ১ নম্বর আসামি ছাড়া অন্যরা নিরপরাধ। সালাউদ্দিনসহ অন্যরা আমার সঙ্গে চলাচল করায় রাজনৈতিক প্রতিপক্ষ তাদের মামলা দিয়ে হয়রানি করছে। দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, বাদীর দেওয়া নামের তালিকামতে মামলা নেওয়া হয়েছে। নিরপরাধ কাউকে আসামি করে হয়রানি করা হচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর