বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধু সেতু রক্ষাবাঁধের ২০০ মিটার নদীগর্ভে

টাঙ্গাইল প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতু রক্ষাবাঁধের পূর্ব পাড়ের দক্ষিণে দ্বিতীয় গাইড বাঁধের গড়িলা বাড়ি এলাকায় ২০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আশপাশের সাতটি গ্রামের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মূল গাইড বাঁধ ভেঙে যাওয়ার ফলে প্রায় ১৫টি বসতভিটাও নদীগর্ভে চলে গেছে। গতকাল সকাল থেকে এ ভাঙন দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ সেতু কর্তৃপক্ষ আগে দুটি ধসে যাওয়া স্থানে সামান্য কিছু বালুর বস্তা ফেললেও বাঁধটি রক্ষার জন্য এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। একটি অসাধু মহল বাঁধের কোল ঘেঁষে বালু উত্তোলনের ফলে নিচের অংশের মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। সেতু কর্তৃপক্ষের সঠিক তদারকি ও গাফিলতির কারণে আজ বাঁধটির এ অবস্থা হয়েছে।

সর্বশেষ খবর