বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সিংড়ায় বন্যায় কৃষিতে ক্ষতি ১২০ কোটি টাকা

নাটোর প্রতিনিধি

সিংড়ায় ভয়াবহ বন্যায় শুধু কৃষি খাতেই প্রায় ১২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবারের বন্যায় আট হাজার ৬১০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিন হাজার ২০০ হেক্টর জমির ফসল। এর মধ্যে রোপা আমনে ক্ষতি প্রায় ১০৮ কোটি টাকা। বোনা আমনের ক্ষতি হয়েছে ৯ কোটি ৮৫ লাখ, সবজিতে দুই কোটি টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আত্রাই নদীর পানি এবার বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চলনবিলসহ সিংড়ার ৮০টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় দুই লাখ মানুষ। ৫৩ হাজার ২৫ জন কৃষক এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ খবর