বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতের তিন দিন পর হেলেনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হেলেনা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার মোমেন মিয়ার (৩৫) স্ত্রী।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

গণধর্ষণ মামলার আসামির জামিন

২০১৬ সালে টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণের মামলায় গ্রেফতার তিন আসামির মধ্যে সুপারভাইজার রেজাউল করিমকে গতকাল জামিন দিয়েছে আদালত। গাড়িচালক হাবিবুর রহমান ওরফে নয়ন ও হেলপার খালেক আলী ওরফে ভুট্টোর জামিন নামঞ্জুর করা হয়েছে। গতকাল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে শুনানি শেষে বিচারক আবদুল মান্নান আদেশ দেন। —টাঙ্গাইল প্রতিনিধি

বনে ১০ হাজার লিটার মদ

গাজীপুরের একটি গজারি বন থেকে গতকাল ১০ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন গাজীপুরের হাতিয়াব এলাকার লালমোহন চন্দ্রের ছেলে খোকন চন্দ্র, নান্দুয়াইন এলাকার বসুদেব চন্দ্রের ছেলে জীবন চন্দ্র ও খিদিস চন্দ্রের স্ত্রী তারা রানী। র‌্যাব জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কুমারখাদা এলাকায় গজারি বনের ভিতরে দেশি চোলাই মদ কেনাবেচা চলছে— এ খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

—গাজীপুর প্রতিনিধি

রাখাইনে গণহত্যার প্রতিবাদ

মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ‘আদর্শ ফাউন্ডেশন’র উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দেশটিকে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানানোসহ অবিলম্বে হত্যা বন্ধ করার দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন এ কে এম সালাহ উদ্দিন টিপু, জাকির হোসেন ভূইয়া আজাদ, আবদুল কাদের সাগর, ইয়াসিন আরাফাত পাভেল প্রমুখ।—লক্ষ্মীপুর প্রতিনিধি

বয়স্ক ও বিধবা ভাতা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গতকাল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। এ সময় তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে সরকারকে সহায়তা করবেন। আজ যারা ভাতা পাননি তারা হতাশ হবেন না। আগামীতে পাবেন ইনশা আল্লাহ।’ পরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কয়েকটি স্কুলকে বেঞ্চ বিতরণ করেন লিপি ওসমান।—নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর