সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়কে ঝরল ছয় প্রাণ

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, নাটোর ও বরগুনার তালতলীতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর— কিশোরগঞ্জ : কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি পাকুন্দিয়া উপজেলার পুটিয়া বটতলা গ্রামের জহুর আলীর ছেলে হাসেন (৩৫)। রবিবার দুপুরে কিশোরগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ভৈরব যাওয়ার পথে কটিয়াদী উপজেলার ঘিলাকান্দি নামক স্থানে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। কুমিল্লা : চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই মহিউদ্দিন রানা (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। রানা ঢাকার আদাবর এলাকার আমজাদ হোসেনের ছেলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিরশ্বানী বাজার এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ : ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার নামক স্থানে শনিবার রাতে বাসচাপায় মোখলেছুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মোখলেছ নান্দাইল উপজেলার চানগাঁও গ্রামের আবদুল হাইয়ের ছেলে। নাটোর : বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে আকতারুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বনপাড়া-পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আকতারুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার বাসিন্দা।

আমতলী : বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের তোফায়েল হোসেন আল মাহমুদ (৩৮) গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তোফায়েল বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর