শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ তিন দালাল গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

লিবিয়া থেকে ইতালি নেওয়ার কথা বলে মাদারীপুর শিবচরের দত্তপাড়ার দুই যুবককে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়কারী চক্রের এক নারী সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলা থেকে তাদের গ্রেফতার করে শিবচর থানা পুলিশ। এরা হলো— আলমগীর হোসেন রিপন (৪০), নয়ন আক্তার (২৮) ও সামচু (৪২)। শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, এরা সংঘবদ্ধ মানবপাচারকারী দল।

পুলিশ ও ভিকটিমদের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা আদেল হাজীর কান্দি গ্রামের তারা মিয়ার ছেলে শাহিন ও তার চাচাতো ভাই রবিউল ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরের আলমগীর হোসেন রিপন ও তার শ্যালিকা নয়নের সঙ্গে পরিচয় হয়। তারা শাহিন ও রবিউলকে ১০ লাখ টাকার বিনিময়ে ইতালি পাঠানোর প্রস্তাব করে। ১৪ মে ১০ লাখ টাকার বিনিময়ে প্রথমে তাদের মিসর পাঠায় আলমগীর। ২১ জুন মিসর থেকে ইতালি নেওয়া জন্য তাদের লিবিয়া পাচার করে চক্রটি। শাহিন ও রবিউলকে লিবিয়া নিয়ে ওই দালাল চক্রের আরও ৮/১০ সদস্য তাদের আটকে রেখে নির্যাতন চালায়। নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে তাদের কাছে মুক্তিপণ দাবি করে। না দিলে মেরে ফেলার হুমকিও দেয়। ছেলের জীবন বাঁচাতে মুক্তিপণের টাকাও দেয় পরিবার দুটি। এ পর্যন্ত বিকাশ ও ব্যাংকের মাধ্যমে কয়েক দফায় প্রায় ২৫ লাখ টাকা নিয়েও শাহিন ও রবিউলকে মুক্তি না দেওয়ায় গত ৬ সেপ্টেম্বর চারজনকে আসামি করে শিবচর থানায় অভিযোগ করে শাহিনের বাবা তারা মিয়া খলিফা।

সর্বশেষ খবর