সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে সারা দিনই ছিল যানজট। এ কারণে কর্মস্থলে ফেরা মানুষকে পড়তে হচ্ছে বিপাকে।

এরই মধ্যে মির্জাপুরের পাকুল্ল্যা ব্রিজের সলিং উঠে যাওয়ায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১০টার পর থেকে একলেনে যানবাহন পারাপার করছে হাইওয়ে পুলিশ। এতে ভোর রাত পর্যন্ত ব্রিজের উভয় পাশে ছিল যানবাহনের দীর্ঘ লাইন। শেষ রাতের দিকে সলিং উঠে যাওয়া অংশ মেরামত করা হলে যানচলাচল কিছুটা স্বাভাবিক হয়। ব্রিজটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হাইওয়ে পুলিশের সার্জন জামাল হোসেন জানান, গতকাল ভোরের দিকে পাকুল্ল্যা ব্রিজের ধসে যাওয়া অংশ মেরামত করে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকায় ব্রিজের দু্ই পাশে ধীর গতিতে চলাচল করছে গাড়ি। পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর