শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন সমাবেশ

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধনের একাংশ

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ, নির্যাতন বন্ধের দাবিতে গতকাল বিভিন্ন জেলায় মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন সংগঠন। এ সময় অং সান সু চির কুশপুত্তলিকা ও ছবি পোড়ানো হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রংপুর : সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তানবীর হোসেন আশরাফী, মোস্তাফিজার রহমান মোস্তফা, রশীদ বাবু প্রমুখ। একই স্থানে অপর এক মানববন্ধনে বক্তৃতা করেন মোশফেকা রাজ্জাক, সদরুল আলম দুলু, মাহবুবুল ইসলাম, হাসনা চৌধুরী, ফকরুল আনাম বেঞ্জু। মানিকগঞ্জ : বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, সুভাষ সরকার, দীপক কুমার ঘোষ প্রমুখ। নোয়াখালী :  কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আরজুমান পারভীন, লুত্ফুর রহমান মিন্টু,  আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ। ফরিদপুর : নগরকান্দায় বাজার মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আল্লামা মাওলানা লিয়াকত আলী, মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, শায়খুল হাদিস মুফতি ইসমাতুল্লাহ কাসেমী, হাফেজ মোস্তফা কামাল প্রমুখ। ঝালকাঠি : ঝালকাঠি ফায়ার মোড়স্থ বিএনপির জেলা কার্যালয়ের সামনে বিএনপির মানববন্ধন পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মন্টু, মনিরুল ইসলাম নূপুর, রুস্তুম আলী চাষি, অ্যাডভোকেট সাহাদাত হোসেন, এলিন সরদার প্রমুখ।

সিদ্ধিরগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স অ্যান্ড প্রিয়ম নিবাসের সামনে মনববন্ধন করা হয়েছে। বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মনববন্ধনে শাসসুল আলম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন আতিকুর রহমান নান্নু মুন্সী।

সর্বশেষ খবর