সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দৌলতপুরে তিন যুবককে হাতুড়ি পেটা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে তিন যুবককে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষ। তাদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিষকুণ্ডি ভাগজোত মোড়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ও আহতরা জানান, কিছুদিন ধরে ডিশ লাইনের ব্যবসা নিয়ে স্থানীয় গিয়াস উদ্দীনের সঙ্গে রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডলের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার রাতে মহিষকুণ্ডি ভাগজোত মোড়ে গিয়াস উদ্দীনের ডিশ লাইনের ম্যানেজার সিদ্দিক (২১), আসাদুল (২০) ও মোশারফকে (২০) চেয়ারম্যানের লোকজন হাতুড়ি পেটা করে। এ ঘটনায় গতকাল গিয়াস উদ্দীন থানায় মামলা করেছেন। গিয়াস উদ্দীন বলেন, ‘প্রায় ১০ বছর ধরে আমি এলাকায় ডিশ লাইনের ব্যবসা করে আসছি। সিরাজ চেয়ারম্যান হওয়ার পর জোর করে ডিশের ব্যবসা দখল করার চেষ্টা করছে।’

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, ডিশ ব্যবসা কেন্দ্র করে কিছুদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর