সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাঁচ মাস ধরে পানিবন্দী স্কুল

দিনাজপুর প্রতিনিধি

পাঁচ মাস ধরে পানিবন্দী স্কুল

চিরিরবন্দরে লক্ষ্মীপুর শান্তিরবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে জমে থাকা পানিতে জন্মেছে শ্যাওলা। সাঁকো দিয়ে টয়লেটে যেতে হয় শিশুদের —বাংলাদেশ প্রতিদিন

চিরিরবন্দরে লক্ষ্মীপুর শান্তিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ মাস ধরে পানিবন্দী। হাঁটুপানি মাড়িয়ে প্রবেশ করতে হয় শ্রেণিকক্ষে। আর বাঁশের সাঁকো দিয়ে যেতে হয় টয়লেটে। ফলে লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টির পাশাপাশি অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে। জানা যায়, বিদ্যালয় ও মাঠের চারদিকে নতুন ঘরবাড়ি নির্মাণ হওয়ায় পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে কয়েক বছর ধরে বর্ষা মৌসুমের পুরো সময়টা পানিবন্দী থাকে বিদ্যালয়টি। এ অবস্থায়ই চলে পাঠদান কার্যক্রম। প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে স্কুলটি পানিবন্দী থাকায় অনেক শিক্ষার্থী ঠিকমত বিদ্যালয়ে আসে না। কচুরীপানার গন্ধে অনেক সময় শ্রেণিকক্ষে থাকা কষ্টকর হয়ে পড়ে। স্থানীয় অমরপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন সরকার জানান, কিছু লোক পানি নিষ্কাষণের ব্যবস্থা না করে বাড়ি নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা সাপেক্ষে বর্ষা মৌসুম শেষে সমস্যা সমাধান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর