সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা মামলার সব আসামি খালাস

নাটোর প্রতিনিধি

নাটোরে ফাহিমা (২৮) নামে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার চার আসামির সবাই খালাস পেয়েছেন। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহম্মদ হাসানুজ্জামান গতকাল এ আদেশ দেন। খালাস পাওয়া আসামিরা হলেন— শরীফ উদ্দিন, শফিজ উদ্দিন, ওয়াহেদুল ও মনিরুল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ মে সন্ধ্যায় সদর উপজেলার তেলকুপি গ্রামের স্বামী পরিত্যক্তা রোকেয়া প্রতিবন্ধী মেয়ে ফাহিমাকে ঘরে একা রেখে প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় পূর্ববিরোধের জেরে পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের ওই চার আসামি বাড়িতে ঢুকে মেয়েটিকে তুলে নিয়ে পাশবিক নির্যাতনের শ্বাসরোধে হত্যা করে। বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের জমি থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোকেয়া সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত চার আসামিকে বেকসুর খালাসের আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর