সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

রূপা হত্যার বিচার দাবিতে সমাবেশ

টাঙ্গাইলে চলন্ত বাসে শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রায়গঞ্জ পৌর মেয়রের উদ্যোগে রায়গঞ্জ প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আব্দুল্লাহ্ আল পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক লীগের সভাপতি ডা. ফরহাদ হোসেন, সাংবাদিক এম আবদুল্লাহ্ সরকার প্রমুখ। এ সময় পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

—সিরাজগঞ্জ প্রতিনিধি

পাসপোর্ট দালালের দণ্ড

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে বিপুল পরিমাণ পাসপোর্টের ফরম ও পাসপোর্টসহ উসমান আহমেদ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল র‌্যাব ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছউদ্দিন এই তথ্য জানান। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার মতিউর রহমান খান আটককৃতকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত উসমানের বাড়ি শহরের ঝিলটুলী এলাকায়।

—ফরিদপুর প্রতিনিধি

বিএনপি নেতার জামিন মঞ্জুর

শেরপুরে এক আওয়ামী লীগ নেতার করা মারামারির মামলার প্রধান আসামি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর জামিন মঞ্জুর করেছেন আদালত। জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল ওই বিএনপি নেতা হাজির হয়ে জামিনে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সদর উপজেলার বলাইচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছামিদুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপর হামলার অভিযোগ এনে হজরত আলীসহ ২৯ জনের নামে মামলা করেন। —শেরপুর প্রতিনিধি

খালেদার কারামুক্তি দিবস উপলক্ষে কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বগুড়া জেলা বিএনপি। প্রথম দিনে গতকাল বাদ আসর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মো. শোকরানা, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, তৌহিদুল আলম মামুন, মেহেদী হাসান হিমু, আবদুল ওয়াদুদ প্রমুখ।

— নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বন্যার্তদের ত্রাণ

সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতারা ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। গতকাল বিকালে বেলকুচির তামাই স্কুল মাঠে বিএনপির ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বানভাসি ১৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

—সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর