শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

ওঝার ঝাড়ফুঁকের নাটক

লালমনিরহাট প্রতিনিধি

জেলার পাটগ্রাম উপজেলায় বুধবার রাতে সাপের কামড়ে মাহিন (১৩) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে উপজেলার নবীনগর এলাকার আবদুল জব্বারের ছেলে এবং বাউরা পাবলিক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাহিন তার নিজ বাড়ির উঠানে গেলে সাপ কামড় দেয়। পরে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করানো হয়। জনৈক ওঝা মাহিনকে মধ্যযুগীয় কায়দায় ঝাড়ফুক করে। এ সময় মাহিনের দেহ নিয়ে ওঝা গালিগালাজ ও উদ্ভট আচরণ করতে থাকে। এভাবে কালক্ষেপণ করার পর রাত ১১টার দিকে মাহিনের অবস্থার অবনতি ঘটলে বাউরা বাজারের প্রবীণ কবিরাজ জসিম উদ্দিনের কাছে নিয়ে আবারও ঝাড়ফুক করানো হয়। পরে তাকে রাত ১২টার দিকে পলস্নী চিকিত্সক রমেশ চন্দে র কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় চিকিত্সক রমেশ চন্দ্র মাহিনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে জানান, সাপের কামড়ের পর পরই যদি চিকিত্সার ব্যবস্থা করা হতো তাহলে ওই স্কুলছাত্রটি হয়তো বেঁচে যেত। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনা হলে ছেলেটির এই অপমৃত্যু হতো না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর