শিরোনাম
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বৃষ্টি এলেই বাজে ছুটির ঘণ্টা

আমতলী প্রতিনিধি

বৃষ্টি এলেই বাজে ছুটির ঘণ্টা

বরগুনার তালতলীতে জরাজীর্ণ বিদ্যালয় —বাংলাদেশ প্রতিদিন

বরগুনার তালতলীর তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ খুপড়ি ঘরে চলে পাঠদান। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আর বৃষ্টি এলেই বিদ্যালয়ে বাজে ছুটির ঘণ্টা।

জানা যায়, ২০০০ সালে স্থাপিত তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা সাত শতাধিক। বিভিন্ন পাবলিক পরীক্ষায় ফল ভাল হওয়ায় আশপাশের এলাকার ছেলা-মেয়েরাও আসছে এ স্কুলে। তবে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সরকারি কোনো অনুদান নেই। স্থানীয়দের টাকায় দুটি টিনশেট খুপড়ি ভবন নির্মাণ করে চলছে শিক্ষাকার্যক্রম। ওই টিনশেট জরাজীর্ণ ভবনের একটি কক্ষে রয়েছে ছাত্রাবাস। বিভিন্ন গ্রাম থেকে আসা শিক্ষার্থীরা ছাত্রাবাসে থেকে লেখাপড়া করছে। ভবনের অবস্থা এতই নাজুক যে, ঝড় এলে ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ খবর