শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সলাৎ সলাৎ শব্দে মুখরিত ধলেশ্বরী

সাভার প্রতিনিধি

সলাৎ সলাৎ শব্দে মুখরিত ধলেশ্বরী

সাভারে গতকাল অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতা —বাংলাদেশ প্রতিদিন

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তেঁতুলঝোড়া এলাকার সিংগাইর শহীদ রফিক সেতুর ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ৪২টি নৌকা। সুসজ্জিত নৌকাগুলোর ভেতরে ঢাকঢোল, কাঁসরসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাস করেন নানা রঙের পোশাক পরা বাদক দল। বাদ্যের তালে তালে তারা নেচে গেয়ে নদীর দুই পাড়ের দর্শনার্থীদের আনন্দে মাতোয়ারা করে তোলেন। বাদ্যের বাজনা ও মাঝিদের বৈঠার সলাৎ সলাৎ শব্দে মুখরিত হয়ে উঠে ধলেশ্বরী নদী। দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ওই নৌকাবাইচ প্রতিযোগিতা। আকর্ষণীয় এ নৌকাবাইচ দেখতে শুক্রবার সকাল থেকেই নদীর দুই পাড়ে ভিড় করতে থাকেন অসংখ্য দর্শনার্থী। জানা গেছে কয়েক শ বছর ধরে চলে আসছে ওই নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। আয়োজক কমিটির প্রধান আমান উল্লাহ সরকার জানান— বাইচের নৌকাগুলোকে সোনার তরী, অগ্রদূত, ঝরের পাখি, পঙ্খিরাজ, ময়ুরপঙ্খী, সাইমুন, দ্বীপরাজ বাংলার বাঘ ইত্যাদি নামে ডাকা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসিনুল কাদির বলেন নৌকা বাইচ উপলক্ষে আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

সর্বশেষ খবর