মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

তিন হত্যা মামলায় তিনজনের ফাঁসি

প্রতিদিন ডেস্ক

রাজশাহী, চাঁপাইনবাগঞ্জ ও ঝিনাইদহে পৃথক হত্যা মামলার রায়ে গতকাল তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহী : পুঠিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় আব্দুল মালেক নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। আব্দুল মালেক জেলার শিবগঞ্জ উপজেলার কান্তিনগর গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান সোমবার এ রায় প্রদান করেন। ঝিনাইদহ : ঝিনাইদহের চাঞ্চল্যকর আবুল কাশেম ওরফে রিপন হত্যা মামলার মূল আসামি মতিয়ার রহমানকে ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিয়ার সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের মৃত এজাহার জোয়ার্দ্দারের ছেলে। গত ২০১০ সালের ২৫ জানুয়ারি জেলা শহরে আবুল কাশেম ওরফে রিপনকে গুলি করে হত্যা করে মতিয়ার রহমান, আহাদ আলীসহ কয়েকজন।

সর্বশেষ খবর