মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

স্কুল সরকারিকরণের দাবিতে স্মারকলিপি

  বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর মাধ্যমে তারা এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকসহ তিন হাজার ৪২৭ জন স্বাক্ষর করেন। স্মারকলিপিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

৩ নৌ শ্রমিককে বুড়িগঙ্গায় ফেলে দিল ডাকাতরা

নারায়ণগঞ্জ ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বাল্কহেডে ডাকাতি হয়েছে। রবিবার রাত ৮টার দিকে একদল ডাকাত বাল্কহেডে হানা দিয়ে নগদ টাকা ও ৩টি মোবাইল লুটে নিয়ে তিন নৌ শ্রমিককে বুড়িগঙ্গায় ফেলে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

পোশাক কর্মী ধর্ষণের শিকার

সিদ্ধিরগঞ্জে এক পোশাক কর্মী ধর্ষণের শিকার হয়েছে। শনিবারে রাতে সিদ্ধিরগঞ্জে নতুন আইল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা রবিবার রাতে তিনজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলো—রিতু, বিল্লাল এবং সাগর। এর মধ্যে রিতু ও বিল্লালকে গ্রেফতার করেছে।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়ার পোড়াদহে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (অ্যাস্টেট অফিসার) আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয় পুলিশের সহযোগিতায় সোমবার পোড়াদহ জংশন রেল ক্রসিং থেকে এই অভিযান শুরু হয়। প্রথম দিনেই প্রায় শতাধিক দোকান ও প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে। —কুষ্টিয়া প্রতিনিধি

 

নকল সার কারখানার সন্ধান

নীলফামারীতে নকল সার কারখানার সন্ধান মিলেছে। সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়ার নেতৃত্বে জেলা সার ও বীজ মনিটরিং সেলের সদস্যরা নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়ায় এই অভিযান চালায়। এ সময় প্রায় ১০ মেট্রিক টন সার ও সার তৈরীর সরঞ্জাম জব্দ করেন তারা। তবে সার কারখানার মালিক রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান বা তাদের কোনো কর্মচারীকে সেখানে পাওয়া যায়নি।  —নীলফামারী প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর