বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে

সংবাদ সম্মেলনে পিতা হত্যার বিচার দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে পিতার হত্যাকারীদের বিচার দাবি করেছেন ছেলে। এ সময় মামলা তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগ করেন। টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গতকাল ছেলে তোয়াজ আলী এ অভিযোগ তুলে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। লিখিত বক্তব্যে তোয়াজ আলী বলেন, তার বাবা আব্দুল খালেক (৭৫) গ্রামের মসজিদের সভাপতি ছিলেন। মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ২১ অক্টোবর তার পিতাকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি ২৫ অক্টোবর ১৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে কালিহাতী থানায় মামলা করেন। কালিহাতী থানা পুলিশ তদন্তকাজ শুরু করতে না করতেই মামলাটি টাঙ্গাইল ডিবিতে স্থানান্তর করা হয়। পরে ডিবি থেকে দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। বাদী অভিযোগ করেন, মামলা তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সিআইডির এএসপি আবুবকর সিদ্দিকী আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে প্রকৃত ঘটনা আড়াল করে ‘মিথ্যা’ চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। তোয়াজ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে গত ১৬ জুলাই আদালতে নারাজি দরখাস্ত করলে বিচারক তা নামঞ্জুর করেন। এ অবস্থায় তিনি গত সোমবার টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মোকদ্দমা করেন। এ জন্য আসামিরা তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। মামলা তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সিআইডির এএসপি আবুবক্কর সিদ্দিকী বলেন, ‘তদন্ত চলাকালে আসামিরা কেউ এলাকায় ছিল না। বারবার অভিযান চালিয়েও তাদের ধরা যায়নি। পরবর্তীতে তদন্তে এই হত্যাকাণ্ডে আসামিদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।’

সর্বশেষ খবর