বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী মানিকা খাতুন (১৩)। মনিকা ওই গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, মনিকার বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউএনও ইশরাত ফারজানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন তাদের বাড়িতে হাজির হন। পরে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

সর্বশেষ খবর