বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিক্ষুব্ধ গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দাবিতে মানববন্ধন করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এখন থেকে বিদ্যুৎ পরিস্থিতি ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে।

জানা যায়, কুড়িগ্রামে দৈনিক বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াট থাকলেও পাওয়া যাচ্ছে গড়ে ৮১ মেগাওয়াট। বিদ্যুতের এই ঘাটতি মোকাবিলায় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। বিদ্যুিনর্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন কমে আসছে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ   উন্নয়ন সমিতির জেনারেল ম্যানেজার আলী হোসেন জানান— শীত মৌসুম এলে বিদ্যুতের উপর চাপ কমবে।

সর্বশেষ খবর