বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেরপুরে ধর্ষণ মামলা নিয়ে পাল্টা কর্মসূচি

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কলেজছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে শামিম ও আব্দুল বারি চাঁন চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে গত ২০ সেপ্টেম্বর। এই মামলাকে কেন্দ  করে গতকাল বিকালে শহরের নিউমার্কেট মোড় থেকে থানা মোড় পর্যন্ত মূল রাস্তায় জেলা ছাত্রলীগের  একাংশ ও সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নূরানী মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বলা হয়— জেলা আওয়ামী লীগের একটি কুচক্রি মহল অন্যায়ভাবে হুইপ সহোদর আব্দুল বারি চানকে জঘন্য মামলায় জড়িয়ে হুইপকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তিন নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুরশেদুজ্জামান চেয়ারম্যান, রফিকুল ইসলাম চেয়ারম্যান, নাজিমদ্দিন নাজিম, আনিছুর রহমান, আসম কাকন, নাহাজসহ অসংখ্য নেতা-কর্মী। এদিকে জেলা ছাত্রলীগের অপর অংশের সাধারণ সম্পাদক নাজমুল আলম সম্রাটের নেতৃত্বে গত ২৪ সেপ্টেম্বর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন শিক্ষার্থীর ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকরিপি দিয়েছে। মানববন্ধনে ওই সময় অভিযোগ করা হয়, মামলায় হুইপ সহোদর অভিযুক্ত হওয়ায় হুইপ আতিক মামলায় প্রভাব বিস্তার করছে বলে বক্তারা ব্যাপক সমালোচনা করেন।

সর্বশেষ খবর